Kumarganj | কুমারগঞ্জে ফের কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা, অভিযোগ বিএসএফের

Kumarganj | কুমারগঞ্জে ফের কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা, অভিযোগ বিএসএফের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের কাঁটাতার কেটে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে কুমারগঞ্জ ব্লকের বটুন পঞ্চায়েতের গুনসী বিওপির অধীন সীমান্তে। মাত্র তিনদিন আগেই কইতারা এলাকায় অনুরূপ ঘটনা ঘটেছিল, যেখানে দুই অজ্ঞাত ব্যক্তির অনুপ্রবেশের অভিযোগ দায়ের করেছিল বিএসএফ।

জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা সীমান্তে কাঁটাতার কাটা দেখতে পান। এবং দুইজন সন্দেহজনক ব্যক্তিকে সীমান্ত বেড়ার কাছে ঘোরাফেরা করতে দেখেন। চ্যালেঞ্জ জানানো হলে তারা পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে তদন্ত করে দেখা যায়, সীমান্ত বেড়ার পাঁচটি অনুভূমিক তার এবং একটি তির্যক তার কাটা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই কাজ করেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় তল্লাশি চালায় বিএসএফ। এবং পাঁচজন সন্দেহভাজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করে পতিরাম থানায়। পতিরাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সীমান্তবর্তী এলাকায় পরপর দুই দিন কাঁটাতার কাটার ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। বিএসএফের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত নজরদারি ও টহল বাড়ানো হবে। স্থানীয় বাসিন্দারাও এই ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *