রায়গঞ্জ: কুলিক ফরেস্ট লাগোয়া সেতু থেকে সটান কুলিক নদীতে ঝাঁপ দিলেন এক যুবক। এরপর বাঁচাও বাঁচাও বলে চিৎকার। স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে কুলিক নদীতে ঝাঁপিয়ে পড়ে যুবককে উদ্ধার করে। শুক্রবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকায়। স্থানীয়রা আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গিয়েছে, ওই যুবকের নাম সঞ্জীব দাস। তার বাড়ি ইটাহার থানার দুর্গাপুর এলাকায়। কেন সেতু থেকে ঝাঁপ দিলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সে আত্মঘাতী হওয়ার জন্য না মজা করার জন্য এমন কাজ করেছেন তা ধোঁয়াশায় সকলে। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে যায় পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।