উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে এক তীব্র সংঘর্ষে সেনাবাহিনীর দুই সদস্য শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও (JCO) রয়েছেন। এই ঘটনায় আরও একজন সেনা জওয়ান আহত হয়েছেন। তবে, নিরাপত্তা বাহিনীর পালাটা হামলায় দুই সন্ত্রাসবাদীও নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ২ সেনা জওয়ানের নাম, সুবেদার পেরভাত গৌর (Subedar Perbhat Gaur) এবং ল্যান্স নায়েক নরেন্দর সিন্ধু (Lance Naik Narender Sindhu)।
সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগামের গুড্ডার বন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় এই এনকাউন্টার শুরু হয়। প্রাথমিক গোলাগুলির পর আহত অবস্থায় এক জেসিও-কে উদ্ধার করা হয়। পরে দুই সন্ত্রাসবাদীর নিহত হওয়ার খবর নিশ্চিত করে সেনাবাহিনী। নিহত দুই সন্ত্রাসবাদীর মধ্যে একজন স্থানীয় এবং অন্যজন বিদেশি বলে অনুমান করা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী তাঁদের এক্স (পূর্বের টুইটার) পোস্টে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, “চিনার কর্পস দেশের জন্য কর্তব্য পালনকালে শহীদ সুবেদার পেরভাত গৌর এবং ল্যান্স নায়েক নরেন্দর সিন্ধুর সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে। তাঁদের সাহস এবং আত্মবলিদান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা জানাচ্ছে এবং শোকাহত পরিবারের পাশে আছে। অভিযান এখনও চলছে।” উল্লেখ্য, গত ৫ সপ্তাহের মধ্যে কুলগামে এটি দ্বিতীয় বড় ধরনের সংঘর্ষ। গত মাসেও এই এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে ১১ দিন ধরে চলা এক সংঘর্ষে দুই সেনা জওয়ান শহীদ হন। সেই ঘটনায় ১০ জন আহত হয়েছিলেন।