Krishnanagar shootout | অবশেষে গ্রেপ্তার দেশরাজ, কৃষ্ণনগরে ছাত্রী খুনে অভিযুক্ত পাকড়াও উত্তরপ্রদেশে

Krishnanagar shootout | অবশেষে গ্রেপ্তার দেশরাজ, কৃষ্ণনগরে ছাত্রী খুনে অভিযুক্ত পাকড়াও উত্তরপ্রদেশে

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নদিয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ইশিতা মল্লিক খুনে অভিযুক্ত দেশরাজ সিংকে সোমবার ভোরে গ্রেপ্তার করল পুলিশ। উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। এর আগে গুজরাটের জামনগর থেকে গ্রেপ্তার হয়েছিলেন দেশরাজের মামা কুলদীপ সিং। এবার পুলিশের জালে দেশরাজও।

২৫ অগাস্ট দুপুরে কৃষ্ণনগরে নিজের বাড়িতে খুন হন ইশিতা। মাথায় গুলি করে তাঁকে খুন করা হয়। ওই ঘটনার পর দেশরাজ উত্তরপ্রদেশে পালিয়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি ওই তরুণী। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়েই তরুণ ওই কলেজছাত্রীকে খুন করেন।

তদন্তকারীরা এতদিন দেশরাজের নাগাল পাচ্ছিলেন না। অভিযুক্ত উত্তরপ্রদেশে আত্মগোপন করতে পারেন, এই সন্দেহে কৃষ্ণনগর পুলিশের তিনটি দল সেখানে যায়। দেশরাজকে পাকড়াও করতে তল্লাশি শুরু হয়। রবিবারই অভিযুক্তের মামা কুলদীপ সিংকে গুজরাটের জামনগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে জেরা করে দেশরাজের ডেরার হদিস পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। সোমবার তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *