Koustav Bagchi | বাবার অপমান শুনে হাসছেন মুকুল-পুত্র! ‘বেটা হো তো অ্যায়সা’ লিখে ছবি পোস্ট কৌস্তভের

Koustav Bagchi | বাবার অপমান শুনে হাসছেন মুকুল-পুত্র! ‘বেটা হো তো অ্যায়সা’ লিখে ছবি পোস্ট কৌস্তভের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঞ্চে দাঁড়িয়ে মুকুল রায়কে ‘বিশ্বাসঘাতক’ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আর দর্শকাসনে বসে সেকথা শুনছেন ছেলে শুভ্রাংশু রায়! অভিষেকের বক্তব্য শেষ হতেই এক তৃণমূল বিধায়কের সঙ্গে হাসি মুখে ছবিও তুলেছেন মুকুল-পুত্র। এমনই এক মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে দর্শক আসনে বসে রয়েছেন শুভ্রাংশু রায়। তখন মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্যের সময় মুকুল রায়কে ‘বিশ্বাসঘাতক’ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসব শোনার পরও হাসিমুখে ছবি তুলছেন তৃণমূল নেতার সঙ্গে। তা নিয়েই ছবি পোস্ট করে কৌস্তভ লেখেন, ‘বেটা হো তো অয়সা!’  

উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের (Meeting Election 2021) পর তৃণমূলে ফেরেন মুকুল রায় (Mukul Roy)। এরপর থেকে প্রায়শই মুকুল-পুত্র শুভ্রাংশুকে দেখা যেত তৃণমূল ভবনে ঘন ঘন যাতায়াত করতে। বর্তমানে মুকুল রায় রাজনীতির বাইরে। নষ্ট হয়েছে স্মৃতি-শক্তি। বিজেপি-তৃণমূল সবের থেকে অনেক দূরে। সেই মানুষটাই আজ অভিষেকের কাছে ‘বিশ্বাসঘাতক।’ অন্যদিকে, অভিষেকের এহেন মন্তব্যের পর ওয়াকিবহাল মহলের প্রশ্ন, স্মৃতি হারিয়েছেন মুকুল, তাঁর মনে নেই তিনি একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু অভিষেকের তো স্মৃতিভ্রম হয়নি, তাহলে প্রকাশ্য মঞ্চ থেকে মুকুলকে ‘বিশ্বাসঘাতক’ কেন বললেন? তিনিও কি ভুলে গেলেন মুকুল রায়ের তৃণমূলে যোগদানের কথা? নাকি এই মন্তব্যের পেছেন অন্য কোনও রহস্য আছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *