Kolkata Fireplace | পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, মৃত ২

Kolkata Fireplace | পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, মৃত ২

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kolkata Fireplace)। কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে (Fireplace) মৃত্যু হল ২ জনের। রবিবার রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে একটি কাপড়ের গুদামে (Fabric Warehouse) আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। তাদের তৎপরতায় বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন ভোরে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে এমন ঘটনা বলে মনে করা হচ্ছে। মৃত দু’জনই ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ওই এলাকায় একটি বাড়ির চারতলায় রয়েছে কাপড়ের গুদাম। আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় আটকে পড়েন তাঁরা। দমকল অধিকাংশকে নীচে নামিয়ে আনলেও দু’জন সেখানেই আটকে পড়েন। এদিন তাঁদের উদ্ধার করা হয়। দমকলের ১০টি ইঞ্জিনের প্রচেষ্টায় মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *