উত্তবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একাধিক বাম নেত্রী ও সমর্থকের বিরুদ্ধে সমাজমাধ্যমে অশালীন অন্তব্য করা এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এক অধ্যাপকের বিরুদ্ধে। আর সেই অভিযোগেই ওই অধ্যাপককে প্রকাশ্যে বেদম মারধর করলেন বামপন্থী পড়ুয়ারা। শনিবার ঘটনাটি ঘটেছে কলকাতার কলেজ স্ট্রিট এলাকায়। অভিযুক্ত অধ্যাপকের নাম রাজদীপ মাইতি। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বামপন্থী ছাত্রনেতারা।
রাজদীপের বিরুদ্ধে বামপন্থী পড়ুয়াদের অভিযোগ ছিল যে, তিনি সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ সহ একাধিক বাম নেত্রীর বিরুদ্ধে সমাজমাধ্যমে অশালীন মন্তব্য করতেন এবং তাঁদের নিয়ে অশ্লীল পোস্ট করতেন। রাজদীপ তাঁদের ধর্ষণের হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে। পড়ুয়াদের আরও দাবি যে, অভিযুক্ত অধ্যাপক তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য। তাই শাসক দলের ছত্রছায়ায় থেকেই তিনি এমন কাণ্ড ঘটানোর সাহস পেতেন। সেই অভিযোগেই এদিন কলেজ স্ট্রিট এলাকায় রাজদীপকে ঘিরে ধরে মারধর করেন কিছু বামপন্থী পড়ুয়া। এই ঘটনার একটি ভিডিও(ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিযুক্ত অধ্যাপকের গালে একজন মহিলা চড় মারছেন। আরও কিছু যুবককে দেখা যাচ্ছে তাঁকে লাথি ও ঘুষি মারতে।
সূত্রের খবর, রাজদীপ কলকাতার সিটি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গণিতের অধ্যাপক হিসাবে নিযুক্ত। দীর্ঘদিন ধরে তিনি যুক্ত রয়েছেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এদিনের ঘটনার পর রাজদীপ তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।