উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে খাস কলকাতা (Kolkata)। এবার জন্মদিনের পার্টিতে (Birthday Get together) গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী (Gang rape case)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তরা পলাতক বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযুক্ত এক তরুণই তাঁকে অন্য এক তরুণের ফ্ল্যাটে নিয়ে যান। তারপর সেখানেই দুজন মিলে তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি দীর্ঘক্ষণ ধরে নির্যাতন চালানো হয়েছে বলেও তাঁর। এরপর কোনওমতে সেখান থেকে বাড়িতে ফিরেই পরিবারকে সবটা জানান নির্যাতিতা। তারপর শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি অভিযান।