উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চমীর সকালে ফের অঘটন। দোকানের শাটার খুলতে গিয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বেহালা-সরশুনা এলাকায় (Kolkata)। এদিকে বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবারের রাতভর বৃষ্টির ফলে এখনও সরশুনার ক্ষুদিরামপল্লী এলাকায় জল জমে রয়েছে। শনিবার সকাল সাতটা নাগাদ শ্রাবন্তী দাস (৬৬) নামে ওই বৃদ্ধা মহিলা জলের মধ্যে দাঁড়িয়েই দোকানের শাটার খুলতে যান। কিন্তু শাটারের হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পড়ে যান জলের মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ (Police) এবং এলাকায় বিদ্যুৎ বন্টনকারী সংস্থাকে। তারাই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা (Docs) তাঁকে মৃত বলে ঘোষণা করেন।