উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিজেপির যুব মোর্চার ডাকে আজ ‘কালীঘাট চলো’ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল মহানগরীতে। সুপ্রিম রায়ে ২৬ হাজার চাকরি বাতিলের প্রতিবাদেই ছিল আজকের এই কর্মসূচি। কিন্তু এক্সাইড মোড় থেকে সেই মিছিল শুরু হওয়ার আগেই পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র ও লকেট চট্টোপাধ্যায়কে কর্মসূচি শুরুর আগেই আটক করেছিল পুলিশ। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে দলের কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। শুরু হয় ধস্তাধস্তি। বিজেপির অভিযোগ তাঁদের কর্মীদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়েছে।
তবে এদিন গেরুয়া শিবিরের এই কর্মসূচি ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এক্সাইড মোড়ে ছিল ব্যারিকেড, যেই ব্যারিকেডের বাধা পেরিয়ে এগোতে পারেনি পদ্মশিবিরের মিছিল। বিজেপির কর্মী-সমর্থকেরা সেই চেষ্টা করতেই তাঁদের আটক করে পুলিশ। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। আটক করা হয় বেশ কয়েকজনকে। তবে অভিযোগ উঠছে যে, বেশ কিছু সাধারণ মানুষকেও আটক করা হয়েছে যারা আদৌ এই কর্মসূচির অংশ ছিল না।