Kolkata | কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম! নেপথ্যে কী কারণ?

Kolkata | কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম! নেপথ্যে কী কারণ?

ব্লগ/BLOG
Spread the love


কলকাতা: কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশে বলা হয়েছে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার কথা। এই বিষয়ে উচ্চ শিক্ষা দপ্তরকে যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের নেপথ্যে মূলত রয়েছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি জনস্বার্থ মামলা। তাঁর হলফনামায় রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বেহাল দশা তুলে ধরা হয়েছে। সায়ন আদালতে জানান, রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি এবং অনেক কলেজে দীর্ঘ দিন ধরে নির্বাচন স্থগিত রয়েছে। এর ফলে, বর্তমানে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কার্যকর ছাত্র সংগঠন নেই, যা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি বড় শূন্যতা তৈরি করেছে।

এই পরিস্থিতিতে, কলকাতা হাইকোর্ট রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে যে, যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র সংগঠন বা সংসদ নেই অথবা যেখানে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেখানে ছাত্র সংসদ কক্ষ বা ‘স্টুডেন্ট ইউনিয়ন রুম’ তালাবন্ধ করে রাখতে হবে। ইউনিয়ন রুমের ব্যবহারেও কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে এই রুমে প্রবেশ করতে হলে রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি লাগবে। কোনও ছাত্র যদি বিশেষ প্রয়োজনে ইউনিয়ন রুম ব্যবহার করতে চান, তবে তাকে লিখিতভাবে তার কারণ জানাতে হবে। তবে, এই নির্দেশ শুধুমাত্র ছাত্র ইউনিয়ন রুমের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, ছাত্রছাত্রীদের বিনোদন কক্ষ বা কমন রুমের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।

সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমের বিষয়ে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এই রুমটি শুধুমাত্র তদন্তকারী সংস্থার অধীনে থাকবে এবং নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত তদন্তকারীদের অনুমতি ছাড়া অন্য কেউ এই ঘর ব্যবহার করতে পারবে না।

এছাড়াও, সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতিকে নিশ্চিত করতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের পড়াশোনা যেন কোনওভাবেই ব্যাহত না হয় এবং কলেজের স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু করা হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জুলাই ধার্য করা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশ রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠনগুলির ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *