উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুরোনো বাড়ির একাংশ ভেঙে (Outdated Home Collapse) বিপত্তি। আহত ২ শিশু সহ ৬ জন। শনিবার ঘটনাটি ঘটে উত্তর কলকাতার (Kolkata) মানিকতলায় (Maniktala)।
এদিন সকালে আচমকা ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ। জানা গিয়েছে, বহু পুরোনো এই বাড়িটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল। বারবার জানানো সত্ত্বেও কোনওরকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। তাছাড়া টানা বৃষ্টির ফলে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এদিন বাড়ির একাংশের চাঙড় খসে পড়ে পাশের একতলা বাড়ির উপর। ভেঙে পড়া চাঙড়ের আঘাতে গুরুতর আহত হয় দুই শিশু সহ ৬ জন। তাঁদের ইএসআই (ESI) হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ (Police) ও পুরসভার তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল। বাড়িটির বাকি অংশও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।