Know find out how to apply for Pradhan Mantri Awas Yojana through AwaasPlus

Know find out how to apply for Pradhan Mantri Awas Yojana through AwaasPlus

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার স্বার্থে একাধিক প্রকল্প এনেছে সরকার। তার মধ্যে একটি হল আবাস যোজনা। ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্পের সুবিধাও পেয়েছেন। তবে এতদিন এই প্রকল্পে বাড়ি পেতে আবেদন করতে হত অফলাইনে। ঝক্কির দিন শেষ, এবার অনলাইনেই করতে পারবেন আবেদন।

ব্যাপারটা কী? সম্প্রতি চালু হয়েছে AwaasPlus। এই অ্যাপের মাধ্যমে নাকি বাড়িতে বসেই আবেদন করা যাবে আবাস যোজনার বাড়ির জন্যও। তার জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে। সার্চ করতে হবে AwaasPlus। অ্যাপটি ইনস্টল করুন। তারপর প্রয়োজনীয় নথি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফেস আইডি সেভ করতে হবে। দিতে হবে আধার নম্বর। এছাড়াও বার্থ সার্টিফিকেট, আয়ের প্রমাণ-সহ একাধিক নথি আপলোড করতে হবে। তাহলেই কেল্লাফতে, বাড়ি বসেই নাম নথিভুক্ত হয়ে যাবে আবাসের তালিকায়।

তবে অনলাইনে সুবিধা যেমন রয়েছে অসুবিধাও প্রচুর। অনলাইনে তথ্য ফাঁসের ভয় থাকেই। আবাসের আবেদনে সমস্ত নথি দিতে হয়, ফলে সতর্ক থাকা আবশ্যক। একটু ভুলভ্রান্তি হলেই নিজের ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের। তবে হ্যাঁ, অনলাইন আবেদন করতে হবে গুগল থেকে। এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *