উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল এবার ক্রিকেট মাঠের বাইরে এক নতুন ভূমিকায়। প্রাইম ভলিবল লিগ (PVL)-এর চতুর্থ সিজনের জন্য গোয়া গার্ডিয়ানস (Goa Guardians) ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানা (co-owner) গ্রহণ করেছেন তিনি। আগামী ২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে এই রোমাঞ্চকর লিগ।
এই প্রসঙ্গে এক বিবৃতিতে রাহুল জানান, “পিভিএল ভারতের ভলিবল খেলার জন্য একটি টার্নিং পয়েন্ট। এই খেলার জনপ্রিয়তা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।” গোয়া গার্ডিয়ানসের প্রধান মালিক রাজু চেখুরি, রাহুলের এই উদ্যোগে দারুণভাবে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, রাহুলের ভলিবলের প্রতি আবেগ এবং এর সম্ভাবনার উপর বিশ্বাস, দলটিকে অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, গোয়া গার্ডিয়ানস এই সিজনেই নিজেদের অভিষেক ঘটাতে চলেছে।
এদিকে, কেএল রাহুল বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতীয় দলের অংশ নন তিনি। তবে তিনি খুব শীঘ্রই মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে দেখা যাবে। এছাড়াও ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর লখনউয়ের একানা স্টেডিয়ামে ভারত ‘এ’ এবং অস্ট্রেলিয়া ‘এ’-এর মধ্যে অনুষ্ঠিত হতে চলা দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজের জন্য মহম্মদ সিরাজের সঙ্গে ভারতীয় ‘এ’ দলে জায়গা পেয়েছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন রাহুল। পাঁচ টেস্টে ১০ ইনিংসে তিনি দুটি সেঞ্চুরি করেন। গোটা সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।