কিশনগঞ্জ: ভিনরাজ্যে পাচারের পথে ট্রাক ভর্তি মোষ উদ্ধার করল বিহারের ঠাকুরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় ৪ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কিশনগঞ্জ জেলার ঠাকুরগঞ্জের অমলঝাড়ি টোল প্লাজায় একটি মোষ বোঝাই ট্রাক ছিনতাই করে জনাকয়েক দুষ্কৃতী। এই ঘটনায় ঠাকুরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ট্রাক মালিক। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ছিনতাই হওয়া ট্রাকটিকে উদ্ধার করে। এখনও পর্যন্ত পুলিশ ১২টি মোষ উদ্ধার করেছে।পুলিশ সূত্রে খবর, হরিয়ানা থেকে মোষ বোঝাই ট্রাকটি অসম যাচ্ছিল। সেইসময় টোল প্লাজায় দুষ্কৃতীরা ট্রাকটি ছিনতাই করে। এই ঘটনায় টোল প্লাজার কর্মীরাও জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের। বৃহস্পতিবার ধৃতদের কিশনগঞ্জ আদালতে তোলা হবে।