কিশনগঞ্জঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নাবালিকার সঙ্গে। পরবর্তীতে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রেমিক তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। বিয়ের জন্য প্রেমিকের ওপর চাপ সৃষ্টি করলে পালিয়ে যায় প্রতারক। সম্প্রতি মেয়েটি একটি কন্যা সন্তান প্রসব করে। এরপরেও প্রেমিকের খোঁজ না মেলায় আদালতের দ্বারস্থ হন নাবালিকার পরিবার। শুক্রবার আই মামলাটি ওঠে আদালতে। আদালত অভিযুক্তের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয়।
জানা গিয়েছে, পোয়াখালী থানা এলাকার তেলিভিত্তা গ্রামের যুবক মহম্মদ রাজা জনৈকা নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। নাবালিকার পরিবারের তরফে অনেক কাকুতিমিনতি করা সত্ত্বেও প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় আদালতের দ্বারস্থ হন নাবালিকার পরিবার। এরপর থেকেই পলাতক অভিযুক্ত। শুক্রবার আদালতের নির্দেশে অভিযুক্ত যুবকের যাবতীয় সম্পত্তি ক্রোক করে পোয়াখালি থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত যুবকের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।