Kishanganj | মাদক বিক্রেতাকে ধরতে বাধা, কিশনগঞ্জের নিষিদ্ধপল্লিতে আক্রান্ত পুলিশ  

Kishanganj | মাদক বিক্রেতাকে ধরতে বাধা, কিশনগঞ্জের নিষিদ্ধপল্লিতে আক্রান্ত পুলিশ  

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: কিশনগঞ্জের নিষিদ্ধপল্লিতে মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করতে গিয়ে এলাকার সমাজবিরোধীদের হাতে আক্রান্ত হলেন চার পুলিশকর্মী। এদের মধ্যে রয়েছেন এক মহিলা পুলিশকর্মীও। জানা গিয়েছে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করতে রবিবার কিশনগঞ্জ পুলিশের একটি দল হানা দেয় খাগড়ার নিষিদ্ধপল্লিতে। পুলিশের গাড়ি নিষিদ্ধপল্লিতে ঢোকার সময়ই পথ আটকে দেন জনাকয়েক  মহিলা। ঝাঁটা, জুতো, লাঠি দিয়ে আঘাত করা হয় কিশনগঞ্জ পুলিশের মহিলা এসআই পুষ্পাঞ্জলি ভারতীকে। গাড়ির ভিতরে থাকা এক পুলিশকর্মীকে টেনে হিঁচড়ে নামানো হয় গাড়ি থেকে।

কিশনগঞ্জ পুলিশের এক আধিকারিক গৌতম কুমার জানান, তাঁদের কাছে খবর ছিল খাগড়ার নিষিদ্ধপল্লিতে মাদকের কারবার চালাচ্ছে মহম্মদ কাদির নামে এক দুষ্কৃতী। তাঁকে ধরতেই এদিন সেখানে হানা দেয় পুলিশের একটি দল। সেখানেই পুলিশের উপর হামলা চালায় কিছু সমাজবিরোধী, যারা প্রত্যেকেই নিষিদ্ধপল্লির বাসিন্দা। এদিনের ঘটনায় আহত হয়েছেন চার পুলিশকর্মীই। এদের চিকিৎসা চলছে কিশনগঞ্জ সদর হাসপাতালে। নিষিদ্ধপল্লি এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। যারা এদিন পুলিশের উপর আক্রমণ চালিয়েছে, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *