কিশনগঞ্জ: মাছ ধরতে গিয়ে দুটি নদীর সঙ্গমস্থলে উলটে গেল ডিঙি। নিমেষে তলিয়ে গেলেন দুই জেলে। বৃহস্পতিবার বিকেলে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার কুরসেলার গঙ্গা ও কোশীনদীর সঙ্গমস্থলে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি দুজনের। জানা গিয়েছে, গতকাল বিকেলে একটি ডিঙিতে ৫ জন জেলে মাছ ধরতে গিয়েছিলেন কুরসেলার গঙ্গা ও কোশীনদীর সঙ্গমস্থলে। কিন্তু হঠাৎ নদীর প্রবল স্রোতে বেসামাল হয়ে উলটে যায় ডিঙিটি।
ঘটনাটি নজরে আসতেই জেলেদের উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেয় অন্যান্য জেলেরা। তাঁরা তিনজন জেলেকে উদ্ধার করতে সমর্থ হলেও দুই জন নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ। শুক্রবার বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত দুইজন নিখোঁজ জেলেকে কোনওভাবেই উদ্ধার করা যায়নি। শনিবার সকাল থেকে ফের তল্লাশি চালাবে এসডিআরএফএর সদস্যরা।