কিশনগঞ্জ: বিদেশি মদ বোঝাই একটি চার চাকার গাড়িতে আগুন (Hearth)। শুক্রবার কিশনগঞ্জের (Kishanganj) ঠাকুরগঞ্জ এলাকায় ৩২৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জ্বলন্ত গাড়ি থেকে কোনোক্রমে চালককে বের করেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের খড়িবাড়ির দিক থেকে বিহারের (Bihar) ঠাকুরগঞ্জ আসার আগে গাড়িটি জেলার গলগলিয়া আবগারি চেকপোস্ট পার করে। কিভাবে গাড়িটি আবগারি চেকপোস্ট পার করলো, তা নিয়েও প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, গাড়িটির ট্যাংক লিকের ফলে আগুন লেগেছে।
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেতুতে জোরে ধাক্কা মারে। এরফলে ট্যাংক লিক করে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আইসি অভিষেক কুমার জানান, দগ্ধ গাড়িটি অবশিষ্ট মদ সহ বাজেয়াপ্ত করা হয়েছে। থানায় গাড়ির মালিক ও আহত চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আহত চালক ঠাকুরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে।