কিশনগঞ্জ: পুলিশ (Police) ও এসএসবি (SSB)-র যৌথ অভিযানে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হল একজনকে। ধৃতের নাম, শিব সাহানি (৩২)। সে কিশনগঞ্জের (Kishanganj) দারভাঙ্গিয়া টোলার বাসিন্দা।
বৃহস্পতিবার নেপাল সীমান্তের গলগলিয়া থানা এলাকার দারভাঙ্গিয়া টোলায় অভিযান চালায় পুলিশ ও এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ন। যৌথ বাহিনী গোপন সূত্রে ধৃতের বাড়িতে মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে যায়। অভিযানে ২১৮ গ্রাম ব্রাউন সুগার, ১ লক্ষ ৯০ হাজার টাকা, বিদেশি টাকা ও একটি মোবাইল সহ একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার সাগরকুমার। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।