কিশনগঞ্জ: কিশনগঞ্জ জেলা পরিষদের এক সদস্যকে মারধোর করার অভিযোগ উঠে বাহাদুরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে। সেই মারধোরের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় পুলিশ মহলে। এর পরেই এই থানার আইসি সহ তিন পুলিশকর্মীকে অন্য থানায় বদলির নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার সাগর কুমার।
অভিযোগ, কিশনগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আসিফ আলমকে নির্মমভাবে পিটিয়ে ও জেলে পাঠিয়েছে বাহাদুরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও উত্তরবঙ্গ সংবাদ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। অপরদিকে এই ভিডিও ফুটেজ সামনে আসতেই শোরগোল পড়ে যায় পুলিশমহলে। জনমানসে তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া। এই ঘটনার প্রেক্ষিতে এদিন রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন পুলিশ সুপার সাগর কুমার। প্রাথমিক তদন্তের পর বাহাদুরগঞ্জ থানার আইসি নিশাকান্ত কুমার, সিআই সঞ্জয় পান্ডে ও অমিত কুমারকে অন্য থানায় বদলি করে দেন। আর রাতারাতি ঠাকুরগঞ্জের সিআই সন্দীপ কুমারকে বাহাদুর গঞ্জ থানার আইসির দায়িত্ব দেন।
যদিও পুলিশের পালটা অভিযোগ, কিশনগঞ্জ জেলা পরিষদের সদস্য আসিফ আলম শনিবার রাতে থানায় গিয়ে পুলিশের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার ও দাদাগিরি করেছেন। এরপর পুলিশ থানার ডিউটি অফিসার বিকাশ কুমারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ও আদালতের নির্দেশে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে কিশনগঞ্জ জেলে পাঠিয়েছে।