Kishanganj | কিশনগঞ্জে ব্যবসায়ীর অফিস-হোটেল-চা ফ্যাক্টরিতে আয়কর হানা, অভিযান শিলিগুড়িতেও

Kishanganj | কিশনগঞ্জে ব্যবসায়ীর অফিস-হোটেল-চা ফ্যাক্টরিতে আয়কর হানা, অভিযান শিলিগুড়িতেও

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: কিশনগঞ্জে (Kishanganj) ব্যবসায়ীর অফিস-হোটেল-চা ফ্যাক্টরি সহ একাধিক প্রতিষ্ঠানে আয়কর হানা (Earnings Tax Raid)। শুক্রবার সকাল থেকে কিশনগঞ্জে ব্যবসায়ী রাজকরণ দফতরীর নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস সহ মল, বিলাসবহুল হোটেল, চা বাগান, ফ্যাক্টরি সহ একাধিক জায়গায় আয়কর দপ্তরের অভিযান চলছে বলে জানা গিয়েছে।

এদিন সকাল থেকে পাটনা (Patna) থেকে আগত প্রায় ৫০টি গাড়িতে আধিকারিকরা অভিযান শুরু করেন। রয়েছে আধা সামরিক বাহিনীও। ব্যবসায়ীর বিভিন্ন প্রতিষ্ঠান ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, একইভাবে ওই ব্যবসায়ীর শিলিগুড়ি (Siliguri)-র বিভিন্ন প্রতিষ্ঠানেও অভিযান চলছে। গুজরাটের সুরাট, ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ সহ একাধিক জায়গায় আভিযান চালানো হয়েছে। এছাড়াও তাঁর শতাধিক কর্মীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ওই ব্যবসায়ীকে বারবার ফোন করা হলেও ফোন না ধরায় কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আয়কর দপ্তরের এক আধিকারিকের কথায়, আয়কর দপ্তরের বিশেষ অভিযান চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *