Kishanganj | আইসক্রিমের লোভ দেখিয়ে যৌন নির্যাতন! কিশনগঞ্জে বিকৃত লালসার শিকার ২ বোন

Kishanganj | আইসক্রিমের লোভ দেখিয়ে যৌন নির্যাতন! কিশনগঞ্জে বিকৃত লালসার শিকার ২ বোন

খেলাধুলা/SPORTS
Spread the love


কিশনগঞ্জ: আইসক্রিমের লোভ দেখিয়ে ২ বোনকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে (কিশনগঞ্জ) শহরের লহরাচক এলাকায়। দুই নাবালিকার একজনের বয়স ৬ ও আরেকজনের ৮ বছর। ঘটনায় অভিযুক্ত রামকৃপাল লালকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি লহরাচক এলাকার একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার। জানা গেছে, বুধবার বাড়ির পাশেই দুইবোন খেলা করছিল। সেইসময় ধৃত দুইজনকে আইসক্রিমের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে দুই শিশুকন্যারই শারীরিক অবস্থার অবনতি হলে মায়ের কাঝে দুজনেই সব খুলে বলে। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান দুই নাবালিকার মা। পুলিশ সুপার সাগর কুমার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *