কিশনগঞ্জ: তিন বছরের একরত্তি মেয়ের বুদ্ধির জোরে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে মায়ের প্রাণ বাঁচাল । বিজয়া দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের সওদাগর পট্টি এলাকায়। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এদিন বিকেলে ৩ বছরের শিশুকন্যা মাসুমকে নিয়ে সওদাগর পট্টিতে কাপড় কিনতে গিয়েছিলেন সীমা প্রসাদ(৩৫)। সেখানে তাঁরা একটি কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় দোকানের উপর দিয়ে যাওয়া একটি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার হঠাৎ ছিঁড়ে যায়। তারটি ছেঁড়ার আগেই বিপদের আভাস পেয়ে মাকে সেখান থেকে হাত ধরে টেনে সরিয়ে নেয়। তৎক্ষণাৎ বিদ্যুৎবাহী তার ছিঁড়ে নিচে পড়ে যায়। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান মা ও মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শিশুটির উপস্থিত বুদ্ধির ফলে মা ও মেয়ের প্রাণ রক্ষা পেয়েছে। মায়ের বক্তব্য, “আমি শারদীয়া নবরাত্রির ৯দিন ব্যাপী নিয়ম অনুযায়ী পুজো করেছি। তাই মা দুর্গা আমাদের প্রাণ রক্ষা করেছেন।”