উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর আন্দোলনের (RG Kar Case) প্রধান মুখ কিঞ্জল নন্দ (Dr Kinjal Nanda) এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের রোষানলে! সরকারি হাসপাতালের দায়িত্ব ছেড়ে কী করে তিনি বিজ্ঞাপন এবং সিনেমায় শুটিং (Taking pictures) করা সুযোগ পান? সেই বিষয়ই জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে চিঠি দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ওই চিঠি পাঠানো হয়েছে নবান্ন (Nabanna) এবং স্বাস্থ্যসচিবকেও। সব মিলিয়ে বলা যেতে পারে আসফাকুল্লার পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের কড়া নজরে কিঞ্জল।
কী লেখা হয়েছে মেডিকেল কাউন্সিলের চিঠিতে? চিঠিতে জানতে চাওয়া হয়েছে, ‘পিজিটি হিসাবে কিঞ্জলের আদৌ ৮০ শতাংশ উপস্থিতি আছে? কতদিন ছুটি নিয়েছেন? পিজিটি হিসাবে কত স্টাইপেন্ড তুলেছেন? বিজ্ঞাপন, সিনেমায় অভিনয় করেন কিঞ্জল নন্দ। সেক্ষেত্রে কীভাবে কাজ সামলে শুটিং করলেন? শুটিংয়ের জন্য এনওসি নিয়েছিলেন? পিজিটিদের নিয়মমতো ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। তাই কীভাবে শুটিংয়ের সময় পেলেন তাও জানতে চাওয়া হয়েছে।’
চিঠির প্রসঙ্গে কিঞ্জল কিছুই জানেন না বলে দাবি করলেও মুখ খুলেছেন আরজি কর আন্দোলনের আরেক মুখ অনিকেত মাহাতো। তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে, ভয় দেখিয়ে এভাবে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্য মেডিকেল কাউন্সিলের কি কোনও কাজ নেই? কিঞ্জল নন্দকে চাপ দিয়ে কিছু হবে না।’