King Cobra rescue | আমগাছের মগডালে ১৩ ফুটের কিং কোবরা, উদ্ধার করে জঙ্গলে ফেরাল দুই সর্পপ্রেমী   

King Cobra rescue | আমগাছের মগডালে ১৩ ফুটের কিং কোবরা, উদ্ধার করে জঙ্গলে ফেরাল দুই সর্পপ্রেমী   

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নাগরাকাটা: আম গাছের মগডালে গোল্লা পাকিয়েছিল এক বিশাল কিং কোবরা। শুক্রবার সন্ধ্যায় সাপটিকে দেখা যায় ভুটান সীমান্ত লাগোয়া নাগরাকাটার চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইনে। চা বাগানের শ্রমিকরা গাছে সাপ দেখতে পেয়ে খবর দেয় বনদপ্তরের ডায়না রেঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কিং কোবরাটিকে উদ্ধার করতে তলব করা হয় সুলকাপাড়ার দুই সর্প প্রেমী তরুণ সমাবেশ বিশ্বাস ও ফরিদুল হককে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দুই সর্পপ্রেমী প্রাণের ঝুঁকি নিয়ে আমগাছের ২০ ফুট উপরের মগডালে পেচিয়ে থাকা ১৩ ফুট লম্বা বিষধর সাপটিকে উদ্ধার করতে সমর্থ হয়। সাপটিকে উদ্ধারের পর এদিন রাতেই ছেড়ে দেওয়া হয় জঙ্গলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *