Killbill Society | লুক বদলে ন্যাড়া হলেন পরমব্রত! সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র প্রথম ঝলক প্রকাশ্যে

Killbill Society | লুক বদলে ন্যাড়া হলেন পরমব্রত! সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র প্রথম ঝলক প্রকাশ্যে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘হেমলক সোসাইটি’র ১৩ বছর পর এবার ‘কিলবিল সোসাইটি’ (Killbill Society) নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সেই সঙ্গে ফের দর্শকদের সামনে ফিরছে আনন্দ কর। এই ছবিতে কারা অভিনয় করতে চলেছেন তা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।

‘কিলবিল সোসাইটি’র জন্য নিজের লুক একেবারে বদলে ফেলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আনন্দ চরিত্রের জন্য মাথা ন্যাড়া করেছেন তিনি। তবে ‘হেমলক সোসাইটি’তে যে আনন্দ আত্মহত্যা থেকে তাঁর সংস্থার সদস্যদের জীবনমুখী করে তুলত, সেই অবস্থান এবার বদলেছে। এমনকি আগের মতো আর মজার মানুষ নেই আনন্দ। বরং এবার আনন্দ আরও শীতল, ক্ষুরধার। এমনকি তিনি ‘হেমলক সোসাইটি’ আর পরিচালনা করেন না। এখন তিনি রয়েছেন ‘কিলবিল সোসাইটি’র দায়িত্বে। ছবিতে পরমব্রতর এই লুক স্বাভাবিকভাবেই সকলকে চমকে দিয়েছে।

ছবিতে পরমব্রত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ‘কিলবিল সোসাইটি’তে পূর্ণা আইচের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সমাজের কোনও নিয়ম নিয়ে মাথাব্যথা নেই পূর্ণার। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করাতেই বিশ্বাসী। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে পালটে যায় পূর্ণার জীবন। ভয় গ্রাস করে তাঁকে। কিন্তু কী কারণে এই পরিস্থিতির সম্মুখীন হল পূর্ণা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ছবিতেই। পরমব্রত, কৌশানী ছাড়াও বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে অভিনয় করেছেন ছবিটিতে। আগামী ১৫ মার্চ ‘কিলবিল সোসাইটি’ ছবির টিজার মুক্তি পাওয়ার কথা। পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে ছবিটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *