খড়িবাড়ি : দাঁতালের হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। থানঝোড়া চা বাগানের তিন নম্বর লাইনের ঘটনা। মৃতার নাম শান্তি মুন্ডা (৬৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিলেন শান্তি। সেই সময় হঠাৎ একটি দাঁতাল তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দপ্তর ও থানায়। অভিযোগ পেয়ে দ্রুত সেখানে পৌঁছান টুকরিয়াঝার রেঞ্জ ও খড়িবাড়ি থানার কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।