Khoribari | খড়িবাড়িতে এটিএম লুটের চেষ্টা! ব্যবসায়ীর চিৎকারে পালাল দুষ্কৃতীরা

Khoribari | খড়িবাড়িতে এটিএম লুটের চেষ্টা! ব্যবসায়ীর চিৎকারে পালাল দুষ্কৃতীরা

শিক্ষা
Spread the love


খড়িবাড়ি: শিলিগুড়ির পর এবার খড়িবাড়িতে (Khoribari) এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা (ATM Theft)। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ভালুকগাড়া বাজারে ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশে জনবসতিপূর্ন এলাকায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, খড়িবাড়ি ভালুকগাড়া বাজারে রয়েছে একটি এটিএম। সামনেই রয়েছে বিহারগামী জাতীয় সড়ক। এই সড়ক দিয়ে রাতভর পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে ছোট চারচাকার গাড়িতে করে একটি দল দুষ্কৃতী এসে উপস্থিত হয় ওই এটিএমের সামনে। প্রায় রাত ২টো নাগাদ ওই দুষ্কৃতীরা এটিএমে ঢুকে লোহার রড এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা করে।

তবে স্থানীয় এক চা পাতা ব্যবসায়ীর সচেতনতায় এটিএম ভেঙে লুটের চেষ্টা ব্যর্থ হয়। ওই ব্যবসায়ীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এদিকে, সুযোগ বুঝে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে বিহারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়িবাড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ওই এটিএম সংস্থাকেও। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তবে স্বাধীনতা দিবসের আগে ভরা বাজারে রাতের অন্ধকারে এটিএম লুটের চেষ্টার ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *