খড়িবাড়ি: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফের এসএসবির জালে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযানে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে এসএসবি জওয়ানরা। ধৃতের নাম মোহন্ত বর্মন। জানা গিয়েছে, অনুপ্রবেশের ১০ মাসের মধ্যেই অভিযুক্ত ব্যক্তি দালাল চক্রের মাধ্যমে তৈরি করে ফেলে ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড। ধৃত ব্যক্তি বাংলাদেশের ঠুকগাঁও জেলার বাসিন্দা।
এসএসবি সূত্রে আরও জানা গিয়েছে, ওই বাংলাদেশি নাগরিক ১০ মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি এলাকা দিয়ে এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের কয়েকটি জায়গায় ঘুরে অভিযুক্ত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি কালীমন্দির সংলগ্ন এলাকায় একটি ভাড়ার বাড়িতে থাকা শুরু করে। ইতিমধ্যেই সে মোটা টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে ভারতীয় আধারকার্ড ও প্যানকার্ড তৈরি করে। ধৃতের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি। বৃহস্পতিবার ভোররাতে এসএসবি ধৃত বাংলাদেশি নাগরিককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে। কিভাবে ধৃত ব্যক্তি এদেশের আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করল, তার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি পুলিশ।