খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ফের ২০২ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক! ধৃতের নাম অরমান আলম। জানা গিয়েছে, ২৯ বছরের অরমানের বাড়ি পানিট্যাঙ্কির গন্ডগোলজোত এলাকায়। বৃহস্পতিবার রাতে সূত্র মারফত পুলিশের কাছে খবর পৌঁছায় যে, খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ধাকরু মোড়ে মাদক হাতবদলের জন্য একটি বাইক নিয়ে এসেছে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেটে থেকে দুটি ব্রাউন সুগারের প্যাকেট পাওয়া যায়। ওজন করে দেখা যায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমান ২০২ গ্ৰাম। এরপরে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ঘটনায় মাদকের পাশাপাশি একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।