খড়িবাড়ি: রাত পোহালেই মহালয়া (Mahalaya)। অথচ পুজোর বোনাস দিতে এখনও টালবাহানা বাগান কর্তৃপক্ষের। এই অভিযোগ তুলে শনিবার বিক্ষোভে শামিল হলেন খড়িবাড়ির (Kharibari) থানঝোরা চা বাগানের শ্রমিকরা।
রাজ্য সরকারি নির্দেশ অনুযায়ী চা বাগান শ্রমিকদের ২০ সেপ্টেম্বরের মধ্যে ২০ শতাংশ পুজো বোনাস (Puja Bonus) দেওয়ার কথা কর্তৃপক্ষের। অভিযোগ, এখনও বোনাস নিয়ে টালবাহানা চলছে একর পর এক চা বাগানে। এদিন সকাল ৭টা থেকে থানঝোরা চা বাগানের অফিসের সামনে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখান চা শ্রমিকদের।
শ্রমিকদের অভিযোগ, ১৫ সেপ্টেম্বর বোনাস দেওয়ার আশ্বাস দিলেও এখনো বোনাসের কোনো কথা নেই। আগের অনেক মজুরিও এখনো পর্যন্ত দেয়নি বাগান কর্তৃপক্ষ। এদিন সকাল থেকেই কাজ বন্ধ করে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আগামী ২ দিনের মধ্যে বোনাস না হলে বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। এদিন বিক্ষোভ চললেও দেখা মেলেনি বাগান কর্তৃপক্ষের।