Kharibari | খড়িবাড়িতে অবরোধ থেকে পুলিশের উপর হামলা, যথেচ্ছ ইট বৃষ্টি! ভাঙচুর গাড়ি

Kharibari | খড়িবাড়িতে অবরোধ থেকে পুলিশের উপর হামলা, যথেচ্ছ ইট বৃষ্টি! ভাঙচুর গাড়ি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


খড়িবাড়ি: সোমবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠলো খড়িবাড়ির বাংলা-বিহার সীমানার চেকরমারী এলাকা। স্থানীয় বেশকিছু মানুষ একটি ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যা থেকে চেকরমারী এলাকায় ৩২৭নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। সন্ধ্যা পেরোতেই পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। রাত সাড়ে ৯টা নাগাদ পুলিশের উপর পাথর বৃষ্টি শুরু হয়।পাথরের আঘাতে আহত হন খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস, ফাঁসিদেওয়া থানার ওসি চিরঞ্জিত ঘোষ সহ মোট ৯ জন পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গেছে বিক্ষোভকারীরা পুলিশের দুটি গাড়িসহ রাস্তার পাশে থাকা বেশকিছু গাড়িও ভাঙচুর করে। এছাড়া চেকরমারী থেকে ভালুকগাড়া পর্যন্ত ৩২৭ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জেলা পুলিশের আধিকারিকরা রয়েছেন।খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস জানান, মোট ৯জন পুলিশকর্মী আহত হয়েছে, দুটি পুলিশের গাড়ি সহ বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি উপর নজর রাখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *