কিশনগঞ্জ: ১৪২ বছর প্রাচীন খাগড়া মেলার সূচনা হল শুক্রবার। এদিন কিশনগঞ্জে এই মেলার সূচনা করেন রাজ্যের ভূমি-রাজস্ব মন্ত্রী দিলীপ জয়সওয়াল। এই মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা কিশনগঞ্জ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় ভিড় জমিয়েছেন প্রচুর ব্যবসায়ী। এক কথায় বলা চলে জমজমাট কিশনগঞ্জের খাগড়া মেলা।
জানা গিয়েছে, ১৮৮২ সালে এই মেলার সূচনা করেছিলেন খাগড়ার প্রথম নবাব সৈয়দ আতা হুসেন মির্জা। এই মেলার ঐতিহ্য পরম্পরা আজও বহন করে চলেছেন কিশনগঞ্জবাসী। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই মেলা হারিয়েছে অনেক প্রাচীন ঐতিহ্য। একটা সময় এই মেলার অন্যতম আকর্ষণ ছিল পশু মেলা। শোনা যায় সেইসময় নানা ধরনের বন্যপ্রাণি বিশেষ করে হাতি আনা হত বেচাকেনার জন্য। বেচাকেনা হত মেয়েদেরও। আজও মেলার পাশের প্রাচীন পতিতালয় সেই স্মৃতি বহন করে চলেছে।
খাগড়ার এই মেলাকে কেন্দ্র করে অন্যান্য বছরের মতো এবছরও যথেষ্টই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। মেলায় যেমন বসেছে যাত্রাপালার আসর, তেমনই রয়েছে নাগরদোলা থেকে বিভিন্ন ধরণের মনোরঞ্জনের সামগ্রী। শতাব্দী প্রাচীন এই মেলাকে রাজকীয় মেলার মর্যাদা দিয়েছে জেলা প্রশাসন। মেলায় ব্যাপক পুলিশের নিরাপত্তা ও অস্থায়ী পুলিশের শিবির বসান হয়েছে।