Kerala man shot lifeless at Jordan-Israel border

Kerala man shot lifeless at Jordan-Israel border

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে জর্ডন থেকে ইজরায়েলে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল কেরলের যুবকের। জর্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে মৃতের পরিবারকে চিঠি লিখে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। যদিও কেন তিনি ইজরায়েলে প্রবেশের চেষ্টা করছিলেন সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানা যায়নি।

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম থমাস গেব্রিয়েল পেরেরা। তিনি তিরুবন্তপুরমের থুম্বা এলাকার বাসিন্দা, পেশায় মৎস্যজীবী ও রিকশাচালক। চলতি মাসে তিন বন্ধু মিলে পর্যটক ভিসা নিয়ে জর্ডন বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার ৫ দিন পর, থমাস ও তাঁর এক বন্ধু এডিশন অবৈধভাবে ইজরায়েলে প্রবেশের চেষ্টা করলে পুলিশের গুলিতে মৃত্যু হয় থমাসের। পাশাপাশি আহত হয়ে দিনদুয়েক আগে কেরল ফিরেছেন থমাসের বন্ধু এডিশন।

পরিবারের তরফে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি জর্ডানের ভারতীয় দূতাবাসের তরফে একটি চিঠি আসে। যেখানে বলা হয়, থমাস ও অন্য একজন বন্ধু কারকাক জেলা দিয়ে অবৈধভাবে ইজরায়েলে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় নিরাপত্তা বাহিনীর তরফে তাঁদের সতর্ক করা হয়। তারপরও সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। থমাসের মাথায় গুলি লাগায় সেখানেই মৃত্যু হয় তাঁর। থমাসের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে দূতাবাসের তরফে হাসপাতালে যাওয়া হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে ভারতে ফিরিয়ে আনা হবে। থমাসের পরিবারের কাছে তাঁর পরিচয়পত্রও চেয়ে পাঠানো হয়েছে।

এদিকে পরিবারের তরফে জানা গিয়েছে, জর্ডন যাওয়ার পর গত কয়েকদিন ধরে থমাসের কোনও খোঁজ পাওয়া যায়নি। এই অবস্থায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল পরিবার। এরই মাঝে আহত অবস্থায় বাড়ি ফেরেন থমাসের সঙ্গী এডিশন। সেই জানায় থামাসের মৃত্যুর কথা। ওই দিনই বিদেশমন্ত্রকের তরফে থমাসের পরিবারের কাছে চিঠি আসে। কেন কেরালার এই যুবকরা অবৈধভাবে ইজরায়েল প্রবেশের চেষ্টা করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও ডাঙ্কি চক্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *