উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগামী সপ্তাহে, ৮ থেকে ৯ অক্টোবর, ভারত সফরে আসছেন। গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরকে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে এক ‘অগ্রসরমুখী অংশীদারিত্ব’ গড়ে তোলার একটি ‘মূল্যবান সুযোগ’ হিসেবে দেখছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।
সফরের দ্বিতীয় দিনে, ৯ অক্টোবর মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কিয়ের স্টারমার এক বিস্তৃত আলোচনায় বসবেন। এই আলোচনায় দুই নেতা ভারত-ইউকে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের (India-UK Complete Strategic Partnership) অগ্রগতি পর্যালোচনা করবেন। এই আলোচনার মূল ভিত্তিগুলি হল— বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও শক্তি, স্বাস্থ্য, শিক্ষা এবং জন-সম্পর্ক।
প্রসঙ্গত, আড়াই মাস আগেই দুই দেশ এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করেছে। সেই আবহেই এবার স্টারমারের এই ভারত সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সেকথা বলাই বাহুল্য।