উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার থেকে পঠনপাঠন স্বাভাবিক হচ্ছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (Kasba Regulation School)। গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই পঠনপাঠন বন্ধ এই আইন কলেজে। কলেজের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকেই শুরু হবে ক্লাস। খুব শীঘ্রই কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের গার্ডরুমে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় কলেজের প্রাক্তন ছাত্র তথা তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র সহ কলেজের দুই ছাত্র ও কলেজের নিরাপত্তা রক্ষী। মূল অভিযুক্ত মনোজিৎকে ইতিমধ্যেই কলেজের অস্থায়ী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে সিল করে রাখা হচ্ছে গার্ডরুম ও ইউনিয়ন রুম। বন্ধ রাখা হয় কলেজের পঠনপাঠন। অবশেষে দীর্ঘ টানাপড়েন কাটিয়ে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ খোলার অনুমতি দেয় লালবাজার। কলেজে পড়াশোনা শুরু হতে চলেছে আগামী সোমবার, ৭ জুলাই থেকে। যদিও তদন্ত চলায় বন্ধই থাকছে ইউনিয়ন রুম এবং গার্ডরুম।
সূত্রের খবর, শুক্রবার কলকাতা পুলিশের তরফে ক্লাস শুরু করার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষকে। সেই অনুমতি মেলার পরই কলেজের ভাইস প্রিন্সিপাল যোগাযোগ করেন উচ্চ শিক্ষা দপ্তরের এক শীর্ষ কর্তার সঙ্গে। তারপরেই পরিচালন সমিতির বৈঠকে পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কলেজের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকেই শুরু হবে ক্লাস। খুব শীঘ্রই কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কলেজ খোলার সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেলেও, পড়ুয়াদের অনেকের মধ্যেই এখনও আতঙ্ক রয়েছে।