Kasba Rape Case | ‘সিবিআই তদন্ত চাইছি না’, কসবাকাণ্ডের তদন্তে পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের!

Kasba Rape Case | ‘সিবিআই তদন্ত চাইছি না’, কসবাকাণ্ডের তদন্তে পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কসবার সরকারি আইন কলেজে গণধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবি উঠেছে নানা মহলে। কিন্তু এই ক্ষেত্রে নির্যাতিতার পরিবার ভরসা রাখছেন পুলিশি তদন্তের ওপরেই। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নির্যাতিতার পরিবারের এক সদস্য বলেন, ‘আমরা সিবিআই তদন্ত চাইছি না। পুলিশের তদন্তের উপর আস্থা রয়েছে।’

এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠছিল। যদিও এদিন নির্যাতিতার ওই আত্মীয় জানিয়েছেন যে, তাঁরা কোনও হুমকি পাননি। পুলিশ ও প্রশাসনের ওপর তাঁদের ভরসা রয়েছে বলেও জানান তিনি।

এমন অভিযোগও উঠেছিল যে, নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করার সময় সেখানে কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না। এই বিতর্কে যদিও জড়াতে চাননি ওই আত্মীয়। তবে মেডিকেল পরীক্ষা নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। জাতীয় মহিলা কমিশনের তাঁদের সঙ্গে দেখা করতে চাওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমরা কাউকেই আসতে বারণ করিনি। তবে বলেছি, সাংবাদিকদের সঙ্গে না নিয়ে আসতে।’  তবে এই ঘটনায় মদন মিত্রের করা বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এসব কোনও কথা শোনেননি এবং শোনার মতো মানসিক পরিস্থিতিও নেই তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *