Kasba rape Case | কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের ‘আইনজীবী লাইসেন্স’ বাতিল, সিদ্ধান্ত রাজ্য বার কাউন্সিলের

Kasba rape Case | কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের ‘আইনজীবী লাইসেন্স’ বাতিল, সিদ্ধান্ত রাজ্য বার কাউন্সিলের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কসবায় ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রের ‘আইনজীবী লাইসেন্স’ বাতিল করল রাজ্য বার কাউন্সিল। অর্থাৎ আইনজীবী হিসেবে মনোজিৎ আর কোথাও প্র্যাকটিস করতে পারবেন না। বুধবার এক বৈঠকে বার কাউন্সিল ওই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলের সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায় ও বার কাউন্সিল সদস্য ইন্দ্রনীল বসু। বার কাউন্সিলের এই সিদ্ধান্তের কথা কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালতে জানিয়ে দেওয়া হচ্ছে। অন্য রাজ্যের বার কাউন্সিলগুলিকেও তা জানিয়ে দেওয়া হবে। বৈশ্বানর জানিয়েছেন, লাইসেন্স বাতিল হওয়ায় মনোজিৎ মিশ্র আর কোথাও আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না।

পাশাপাশি বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, কসবায় নির্যাতিতার যদি কোনও আইনি সাহায্য লাগে তাহলে বার কাউন্সিলের পক্ষ থেকে বিনামূল্যে তা করা হবে। শুধু তাই নয়, ছাত্রীর চিকিৎসা সংক্রান্ত কোনও প্রয়োজন হলেও কাউন্সিল সাহায্য করবে। রাজ্য বার কাউন্সিলের এগজিকিউটিভ চেয়্যারম্যান শ্যামল ঘটক একথা জানিয়েছেন।

দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতকে পুলিশ গ্রেপ্তার করার পর তাঁর একের পর এক কুকীর্তি সামনে এসেছে। তাঁর বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় পুরোনো মামলা রয়েছে বলে খবর। এনিয়ে শোরগোল পড়েছে রাজ্যে। সেকারণে মনোজিতের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল বার কাউন্সিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *