Kasba Rape Case | কসবা কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ করলেই আইনি পদক্ষেপ! নির্দেশিকা জারি পুলিশের

Kasba Rape Case | কসবা কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ করলেই আইনি পদক্ষেপ! নির্দেশিকা জারি পুলিশের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবার ল’ কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য (Kasba Rape Case)। এরই মাঝে ওই নির্যাতিতা ছাত্রীর পরিচয় ফাঁসের চেষ্টা করছে কিছু মানুষ (Sufferer Id)। যা আইনের গুরুতর লঙ্ঘন। বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার নির্যাতিতার পরিচয় প্রকাশ নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি নজরে এসেছে যে গোপন নথি প্রচারের মাধ্যমে বা অন্য উপায়ে কিছু ব্যক্তি কসবা কাণ্ডের নির্যাতিতার পরিচয় প্রকাশ করার চেষ্টা করছে। এটি আইনের গুরুতর লঙ্ঘন। এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক বিধানের অধীনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সেই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বলা হয়েছে, ‘জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে কেউ এমন কোনও তথ্য শেয়ার না করেন, যাতে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আসতে পারে। নির্যাতিতার মর্যাদা এবং গোপনীয়তাকে সম্মান করা একটি আইনি এবং নৈতিক বাধ্যবাধকতা।’

প্রসঙ্গত, কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে ওই ল’ কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ওই কলেজেরই আরও দুই অভিযুক্ত পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জইব আহমেদকেও কলেজ থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। সেই মতো তিনজনের বিরুদ্ধেই উপযুক্ত পদক্ষেপ করে কলেজ পরিচালন সমিতি। এদিকে, এই ঘটনায় ধৃত চারজনকে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হবে। গত বৃহস্পতিবারই মনোজিৎ সহ বাকি দুই অভিযুক্ত পড়ুয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবার তাদের আদালতে হাজির করানো হলে বিচারক চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পরবর্তীতে  কলেজের নিরাপত্তারক্ষীকেও পরে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *