উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ৮ জুলাই পর্যন্ত কসবা গণধর্ষণ কাণ্ডের তিন অভিযুক্তকে থাকতে হবে পুলিশি হেপাজতেই। অন্যদিকে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেপাজতে থাকতে হবে ৪ জুলাই পর্যন্ত। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এদিন আদালতে অভিযুক্তদের ১০ দিনের হেপাজত চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ।
কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মঙ্গলবার প্রধান অভিযুক্ত-সহ ধৃত চার জনকে আলিপুর আদালতে হাজির করানো হয়। গত ২৫ জুন কসবার আইন কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় কলেজের প্রাক্তনী তথা তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র, কলেজের দুই পডু়য়া জইব এবং প্রমিত। পরবর্তীতে ওই ঘটনায় পরে পুলিশ গ্রেপ্তার করে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনায় ৯ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। জানা যাচ্ছে, ঘটনার দিনের বিকেল ৪টের পর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেই ফুটেজ ঘেঁটে এখনও পর্যন্ত ১৭ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এদিকে, মঙ্গলবার সকালে লালবাজারের তরফে একটি স্পষ্ট বার্তায় জানানো হয়েছে, নির্যাতিতার পরিচয় প্রকাশে যে কোনও চেষ্টাই আইনত অপরাধ। এমন কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, “নির্যাতিতার গোপন তথ্য ছড়ানো বা অন্য কোনওভাবে পরিচয় ফাঁস করার চেষ্টা হচ্ছে। এটা আইন লঙ্ঘনের সামিল।”