Karur stampede | কারুর পদপিষ্ট কাণ্ডে ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’র অভিযোগ! নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ টিভিকে

Karur stampede | কারুর পদপিষ্ট কাণ্ডে ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’র অভিযোগ! নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ টিভিকে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগম’ (TVK) গত ২৭ সেপ্টেম্বর কারুরে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনাটিকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিযোগ তুলেছে। এই মর্মে দলটি মাদ্রাজ হাইকোর্টে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলে আবেদন করেছে।

টিভিকের যুগ্ম সাধারণ সম্পাদক সিটিআর নির্মল কুমার রবিবার বিচারপতি এম ধান্দাপানির এজলাসে দ্রুত শুনানির জন্য আবেদনটি পেশ করেন। আবেদনে নিরপেক্ষ সংস্থা বা আদালতের নজরদারিতে ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’ দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, গত অগাস্ট মাসেও জনসভার ওপর পুলিশের বিধিনিষেধের বিরুদ্ধে টিভিকে হাইকোর্টে গেলে আদালত দলটিকে সতর্ক করে। সে সময় আদালত স্পষ্ট সুরে জানিয়েছিল যে, দলনেতা হিসেবে বিজয়ের উচিত নিরাপদ সমাবেশ নিশ্চিত করা এবং একটি উদাহরণ তৈরি করে গর্ভবতী মহিলা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলতে বলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *