Karisma Kapoor | প্রাক্তন স্বামীর মৃত্যুর ১৪ দিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিশ্মার, কী লিখলেন অভিনেত্রী?

Karisma Kapoor | প্রাক্তন স্বামীর মৃত্যুর ১৪ দিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিশ্মার, কী লিখলেন অভিনেত্রী?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয় অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। প্রাক্তন স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে যাওয়া থেকে সঞ্জয়ের শেষকৃত্য বা স্মরণসভা- দুই সন্তানকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এক অন্য করিশ্মাকে দেখেছেন সকলে। এই কদিন কোথাও কিছু বলতে দেখা যায়নি তাঁকে। যদিও কঠিন সময়ে দিদির পাশে থেকেছেন করিনা (Kareena Kapoor Khan)।

চলতি মাসেই জন্মদিন করিশ্মার। এ বছর নিজের জন্মদিন পালন করেননি অভিনেত্রী। তবে দিদির জন্মদিনে বোন করিনা শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘জানি সময়টা কঠিন, কিন্তু ঠিক পেরিয়ে যাবে।’ করিশ্মাকেও সঞ্জয়ের মৃত্যুর (Sunjay Kapur’s Loss of life) ঠিক একদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেষবারের মতো পোস্ট করতে দেখা যায়। বুধবার ছিল করিশ্মার জন্মদিন। অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন অভিনেত্রী। সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানিয়ে করিশ্মা লেখেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয় করিশ্মার। ১৪ বছর সংসার করার পর ২০১৬ সালে বিচ্ছেদ হয় দুজনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *