Kapil Sharma | “কানাডা তোমার খেলার মাঠ নয়”, কপিল শর্মাকে হুমকি খলিস্তানি সন্ত্রাসবাদীর

Kapil Sharma | “কানাডা তোমার খেলার মাঠ নয়”, কপিল শর্মাকে হুমকি খলিস্তানি সন্ত্রাসবাদীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কানাডার সারেতে অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে গুলি চালানোর ঘটনার পর এবার তাঁকে সরাসরি হুমকি দিল নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)-এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় পান্নুন কপিল শর্মাকে সতর্ক করে বলেছেন, “কানাডা তোমার খেলার মাঠ নয়”। এমনকি তাঁকে তাঁর ‘রক্তে ভেজা টাকা’ ভারতে ফেরত নিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘শিখস ফর জাস্টিস’ (SFJ) সংগঠনটিকে ভারত সরকার ‘বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন’-এর অধীনে নিষিদ্ধ ঘোষনা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, এই সংগঠনটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অখণ্ডতার জন্য ক্ষতিকর এবং ‘দেশবিরোধী’ কার্যকলাপে জড়িত। জাতীয় তদন্ত সংস্থাও(NIA) পান্নুনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে। তার বিরুদ্ধে মোট ১০৪টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে।

পান্নুন তার ভিডিও বার্তায় দাবি করেছেন যে, কপিল শর্মা কানাডায় ব্যবসার আড়ালে ‘হিন্দুত্ববাদী’ মতাদর্শ প্রচার করছেন। তিনি কপিলকে উদ্দেশ করে বলেন, “কানাডা তোমার খেলার মাঠ নয়। তোমার রক্তে ভেজা টাকা হিন্দুস্তানে ফেরত নিয়ে যাও। ব্যবসার ছদ্মবেশে কানাডার মাটিতে হিংসাত্মক হিন্দুত্ববাদী মতাদর্শের শিকড় রোপণ করা যাবে না।” তিনি আরও প্রশ্ন তোলেন, ‘ক্যাপস ক্যাফে’ কি শুধু একটি কমেডি ভেন্যু নাকি ‘হিন্দুত্ব’ রপ্তানির বৃহত্তর কৌশলের অংশ?’

প্রসঙ্গত, গত ৪ জুলাই কপিল শর্মার এই রেস্তোরাঁটি খোলা হয়েছিল। সেই ক্যাফেতেই বুধবার গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও সেই ঘটনায় কেউ আহত হননি। শুক্রবার ‘ক্যাপস ক্যাফে’ তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে যে, তারা এই ঘটনার ‘আঘাত’ সামলে উঠছে এবং তারা সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে প্রস্তুত। যদিও এই ঘটনা নিয়ে কপিল শর্মা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *