উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছবি তোলার জন্য কেউ ক্যামেরা ধরলেই মেজাজ হারান সমাজবাদী পার্টির সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। এনিয়ে পাপারাজ্জিদের একাধিকবার বকুনিও খেতে হয়েছে। এবার এক ব্যক্তির সেলফি তোলা নিয়ে রেগে আগুন সাংসদ। এমনকি, সেই ব্যক্তিকে ধাক্কা পর্যন্ত দিয়ে দেন তিনি। এনিয়ে একটি ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ভিডিও দেখে জয়া বচ্চনকে ‘মারকুটে মোরগ’ বলে খোঁচা দিলেন কঙ্গনা রানাউত (Kangana-Jaya)।
বাদল অধিবেশন চলছে সংসদে। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে। সেখানেই এক ব্যক্তির উপর চিৎকার করে ওঠেন তিনি। দেন সজোরে ধাক্কা। এই দেখে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভিডিও’র প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে কঙ্গনা (Kangana Ranaut) লেখেন, ‘এই হল সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ ওঁর বদমেজাজ সহ্য করেন, শুধুমাত্র অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে। ওঁর মাথার এই টুপি দেখতে লাগছে মোরগের ঝুঁটির মতো।’ কঙ্গনার এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।