আলিপুরদুয়ার: মাকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে প্রাণ গেল আলিপুরদুয়ারের যুবকের। মৃত যুবকের নাম শুভঙ্কর রায় (২২)। মা চিত্রা রায়ের হার্টের সমস্যা। তাঁকে নিয়েই চিকিৎসা করাতে বেঙ্গালুরু গিয়েছিলেন শুভঙ্কর। কিন্তু রবিবার সকালে কটকে কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত (Kamakhya Specific Derails) হয়ে ১ জনের মৃত্যু হয়। সেই একজনই আলিপুরদুয়ারের শুভঙ্কর। যদিও তাঁর মায়ের কিছু হয়নি। আলিপুরদুয়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি শুভঙ্করের। এলাকায় তার মৃত্যুর খবর এসে পৌঁছনোর সঙ্গ সঙ্গেই শোকের ছায়া নেমে আসে। তাদের বাড়িতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রেনের গতি অত্যন্ত কম ছিল। কিন্তু লাইনে কোনও গোলমাল থাকায় প্রথমে একটি বগি লাইন থেকে পড়ে যায়। পরে আরও ১০টি বগি লাইন থেকে সরে যায়। এই ঘটনায় এক জনের মৃত্যুর পাশাপাশি আহত হন সাত জন।