Kaliganj Meeting Bypoll | আজ কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল, প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় স্থানে কংগ্রেস

Kaliganj Meeting Bypoll | আজ কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল, প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় স্থানে কংগ্রেস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ অর্থাৎ সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল (Kaliganj Meeting Bypoll)। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছে তৃণমূল (TMC) প্রার্থী আলিফা আহমেদ। তিনি পেয়েছেন ৪,৫৪৫টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১,৮৩০টি ভোট। আর তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তিনি পেয়েছেন ১,১১২টি ভোট। নোটার ঝুলিতে গিয়েছে ১০৫টি ভোট। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। তাতে প্রথম কয়েক দফায় এগিয়ে রয়েছেন প্রয়াত বিধায়ককন্যা আলিফা। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে গত ১৯ জুন সেখানে উপনির্বাচন হয়। এদিন তার ফলপ্রকাশ।

বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হয়। উপনির্বাচনে ভোট পড়ে ৭২.৫০ শতাংশ। বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। প্রত্যেক প্রার্থীই ভালো ফলের বিষয়ে আশাবাদী।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলবে সমগ্র গণনা প্রক্রিয়া। দুপুরের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী কমিশন। কমিশন জানিয়েছে, মোবাইল বা ক্যামেরা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র সাদা কাগজ এবং কলম নিয়ে প্রবেশের অনুমতি মিলবে। গণনা শুরু হবে পোস্টাল ব্যালট দিয়ে, তারপর একে একে খোলা হবে ইভিএম। কালীগঞ্জ ছাড়াও বৃহস্পতিবার উপনির্বাচন হয়েছে গুজরাটের ভিসাভাদর এবং‌ কড়ী বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি উপনির্বাচন হয়েছে পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে। পাঁচটি কেন্দ্রেরই ফলপ্রকাশ হতে চলেছে সোমবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *