মালদা: একই সঙ্গে বাবা, মা, বোন, ঠাকুরমাকে খুন করে বাড়িতে পুঁতে রেখেছিল ‘গুণধর’ ছেলে (Homicide case)৷ সেই বাড়িতেই প্রায় চার মাস ধরে বসবাসও করেছিল৷ ২০২১ সালের ১৯ জুনের কালিয়াচকের (Kaliachak) সেই হাড়হিম করা ঘটনার প্রায় চার বছর হতে চলল। এই ঘটনায় দোষী সাব্যস্ত আসিফ মহম্মদকে শনিবার ফাঁসির সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত (Malda Courtroom)৷
শুক্রবারই আসিফকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তারপর থেকেই প্রশ্ন ছিল, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হবে? তবে এদিন দু’পক্ষের কথা শুনে প্রায় আড়াই ঘণ্টা পর আসিফের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায়৷
এদিন সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এই ঘটনায় ২০১ ধারায় দোষী সাব্যস্ত করে আসিফকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড নির্দেশ দেওয়া হয়েছে৷ ৩০৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল এবং ৩০২ ধারায় আসিফকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে৷’ যদিও এদিন ফাঁসির সাজা ঘোষণার পরও আসিফের শারীরিক ভাষার কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি৷