Kajol-Rani Mukerji | মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর উদ্বোধন, সেজেগুজে মণ্ডপে কাজল-রানি, ক্যামেরায় দিলেন পোজ  

Kajol-Rani Mukerji | মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর উদ্বোধন, সেজেগুজে মণ্ডপে কাজল-রানি, ক্যামেরায় দিলেন পোজ  

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উদ্বোধন হল মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় তারকা পুজোর। যা নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোর (North Bombay Sarbojanin Durga Puja) পাশাপাশি মুখোপাধ্যায় পরিবারের পুজো নামেও পরিচিত। চলতি বছর ৭৯তম বর্ষে পা দিল এই পুজো। পঞ্চমীর রাতে এই পুজোর উদ্বোধনে হাজির হয়েছিলেন পরিবারের দুই কন্যে তথা অভিনেত্রী কাজল ও রানি মুখোপাধ্যায় (Kajol-Rani Mukerji)।

শাড়ি পরে বাড়ির পুজোর উদ্বোধনে এসেছিলেন দুই বোন। কাজলের পরনে ছিল সোনালি রংয়ের শাড়ি ও লাল ব্লাউজ আর রানি পরেছিলেন লাল-কালো পাড়ের সাদা শাড়ি। মণ্ডপে এসে পুজোর আয়োজন খতিয়ে দেখেন দুই বোন। সেই সঙ্গে দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজও দেন অভিনেত্রীরা। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাঝে দুই বোনের মধ্যে মনোমালিন্যের কানাঘুষো শোনা গেলেও এদিন তাঁদেরকে একসঙ্গে দেখে খুশি ভক্তরাও। কাজল, রানির পাশাপাশি অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায় সহ পরিবারের আরও অনেকে উপস্থিত ছিলেন।

তবে এবার মুখোপাধ্যায় পরিবারের পুজোর জৌলুস খানিকটা কম। কারণ দু’মাসের ব্যবধানে প্রয়াত হয়েছেন পরিবারে দুই সদস্য সম্রাট মুখোপাধ্যায়ের বাবা রণ মুখোপাধ্যায় এবং অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। তাই এবার মুখোপাধ্যায় পরিবার পুজোর আয়োজন করলেও সরাসরি অংশ নিতে পারবে না পুজোয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *