Jyotiraditya Scindia | এবার ক্রিকেট প্রশাসনে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র

Jyotiraditya Scindia | এবার ক্রিকেট প্রশাসনে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট প্রশাসনে আসলেন আরও এক রাজনীতিবিদের সন্তান। জয় শাহ, রোহন জেটলির পর এবার মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) ২৯ বছর বয়সি পুত্র মহানার্যমান সিন্ধিয়া (Mahanayaman Scindia)। তিনি মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার (Madhya Pradesh Cricket Affiliation) সভাপতি হতে চলেছেন। যদিও সিন্ধিয়া পরিবার দীর্ঘদিন ধরে মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। এপর্যন্ত তিনিই সর্বকনিষ্ঠ সভাপতি। মহানার্যমানের দাদু মাধবরাও সিন্ধিয়া এমপিসিএর সভাপতি ছিলেন। একই পদে ছিলেন তাঁর বাবা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

শনিবার ছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যদিও সেই পদের জন্য মহানার্যমান ছাড়া আর কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এমপিসিএর সভাপতি হতে চলেছেন তিনি।

তবে, ক্রিকেট মহলের একাংশ এমন ঘটনাকে পরিবারতন্ত্র বলে কটাক্ষ করতে ছাড়েননি। সব মিলিয়ে বলা যায় মঙ্গবার নির্বাচনের আগে নতুন সভাপতি নিশ্চিত হয়ে গেল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থায়।

মহানার্যমান লন্ডনের স্কুল অফ ইকোনমিকস থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ২০২২ সালে গোয়ালিওয়ারের ক্রিকেট সংস্থার সহ সভাপতি হয়েছিলেন। এছাড়াও তিনি মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের প্রধান।

অনেকে মনে করছেন, ক্রিকেট প্রশাসনের পদ দিয়েই রাজনৈতিক জীবন শুরু হতে চলেছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়ার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *